অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। ২০১৮ সালের আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন দীপ-বীর। আজ তাঁদের পথ চলার দু’বছর সম্পন্ন। এই বিশেষ দিনে স্বামী রনবীরকে আবেগে ভরা বার্তা দীপিকার।
এদিন নিজের ইন্সটা অ্যাকাউন্টে দীপিকা পাড়ুকোন স্বামীর সঙ্গে নিজের ছবি আপলোড করে লিখেছেন, ‘একটি মটরশুটির দুটি ডাল। শুভ বিবাহবার্ষিকী। তুমি আমাকে পূর্ণ করেছো।’ একই ছবি শেয়ার করে রণবীরের সোহাগমাখা জবাব, ‘আমাদের আত্মা মিশে আছে একে অপরের মধ্যে।
শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, মেরি গুড়িয়া।’ ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক। কোমোতে কঙ্কনি ও সিন্ধি রীতিতে বিয়ে করেন বলিউডের দুই তারকা। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসলেন দুই তারকা।