স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ নভেম্বর।। প্রতি বছরের ন্যায় এই বছরও দীপাবলি উপলক্ষ্যে রাজধানীর প্রগতি রোডস্থিত মেহের কালীবাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে মেহের কালীবাড়িতে বিশেষ পুজার আয়োজন করা হয়।
পাশাপাশি এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র দানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, বিশিষ্ট কেন্সার বিশেষজ্ঞ চিকিৎসক অরুপ রায় বর্মণ সহ অন্যান্যরা।
সাংসদ প্রতিমা ভৌমিক সহ উপস্থিত অন্যান্যরা এলাকার দুস্থদের হাতে নতুন কাপড় তুলে দেন। পরে সাংসদ প্রতিমা ভৌমিক সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দীপাবলি উপলক্ষ্যে এইদিন মায়ের সকল মন্দিরে পুজা করা হচ্ছে। সেই মোতাবেক মেহের কালীবারিতেও পুজা করা হচ্ছে। করোনার প্রকোপ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মা কালির প্রতি প্রার্থনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক।
তিনি বলেন দুর্গা পুজার পর করোনার প্রকোপ কিছুটা কমেছে। পাশাপাশি তিনি আশাব্যক্ত করেন কালী পুজার পর করোনার প্রকোপ শেষ হয়ে যাবে। সাংসদ প্রতিমা ভৌমিক সকলের নিকট আহ্বান জানান স্বাস্থ্য বিধি মেনে মায়ের পুজার আনন্দে মেতে উঠার জন্য।