অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় ফের উত্তপ্ত হয়েছে কাশ্মীর সীমান্ত। শনিবার পাক সেনার হামলায় শহিদ হয়েছেন ৫ জন ভারতীয় জওয়ান। ভারতের পাল্টা জবাবে মৃত্যু হয়েছে ১১ জন পাক জওয়ানেরও।
এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার পাকিস্তানের সঙ্গে কেন্দ্রকে আলোচনায় বসার অনুরোধ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। শনিবার টুইটারে তিনি লেখেন, ‘নিয়ন্ত্রণরেখার দু’প্রান্তেই বাড়তে থাকা হতাহতের সংখ্যা দেখে গভীরভাবে শোকাহত। দু’পক্ষই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠলে শান্তি ফেরানো ও আলোচনা শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৪ মাস পর সদ্য বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। গত বছর অগাস্ট মাসে কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল মেহবুবা মুফতিকে।