অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। গোটা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে দেশ বিরোধী ও হিন্দুবিরোধী বলে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অবশ্য তাঁর বক্তব্য জানাতে টুইটারকেই বেছে নিয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউডের ‘কুইন’। যদিও কঙ্গনার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন অনেকেই।
তাঁদের বক্তব্য, সরকার যদি টুইটার নিষিদ্ধ করতে চায় তবে তা মতপ্রকাশের স্বাধীনতার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়ার সামিল হবে।সম্প্রতি টুইটারে কঙ্গনা লিখেছেন, “বাবা আর আমি কোনও কিছুতে একমত হয়েছি, একটা বিরল ছবি। অবশ্য মনে নেই কীসে একমত হয়েছিলাম।
যাই হোক, শোনা যাচ্ছে, সরকার টুইটার ব্যান করতে পারে, তাই কর ভারত… আমরা নিজেদের দমিয়ে রাখার এই হিন্দুবিরোধী, জাতীয়তাবিরোধী প্ল্যাটফর্ম চাই না।” প্রসঙ্গত, আগে সোশ্যাল মিডিয়ায় না থাকা কঙ্গনা কিছুদিন আগে টুইটারে নিজের নামে অ্যাকাউন্ট খুলেছেন। ভাইয়ের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে রয়েছে বাবার সঙ্গে তাঁর ছবি।