স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ নভেম্বর।। শনিবার দীপাবলি উপলক্ষে আখাউড়ার সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ। এদিন তিনি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন।
একইসঙ্গে দীপাবলি উপলক্ষে সীমান্তে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ জানান সীমান্ত সুরক্ষায় বিএসএফ জওয়ানরা ধারাবাহিকভাবে দায়িত্ব প্রতিপালন করে চলেছে। তাদের কাছে দীপাবলি পরিবারের সঙ্গে কাটানোর চেয়ে সীমান্তে দায়িত্ব প্রতিপালন করা অনেক বেশি সম্মানের। আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে দায়িত্ব প্রতিপালন করছে বিএসএফ জওয়ান ও আধিকারিকেরা।
আগামী দিনে সে দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান ও আধিকারিকদের দীপাবলির শুভেচ্ছা জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ। দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।