অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। জো বাইডেনের জমানায় রাষ্ট্রসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হতে চলেছেন হিলারি ক্লিন্টন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এই খবরই জানা গিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আমলে গোটা বিশ্বে আমেরিকার যে ভাবমূর্তি তৈরি হয়েছে তা শোধরানোর দিকে নজর দিতে চাইছে বাইডেন শিবির। সে কারণেই হিলারি ক্লিন্টনের মতো অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিলারির নামে সম্মতি দিয়েছেন বাইডেন।
উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। বারাক ওবামার সময় তিনি মার্কিন বিদেশ সচিব পদে ছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটদের তরফে তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছিল।