নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ, পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার গোলাবর্ষণে শহিদ হন চার ভারতীয় জওয়ান, তাদের মধ্যে এক বিএসএফ সাব ইনস্পেক্টর। নিহত হন ৬ জন গ্রামবাসীও। এই ঘটনায় এবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক।

শনিবারই পাকস্তান দূতাবাসে সমন পাঠান হয়েছে সাউথ ব্লকের তরফে। কাশ্মীরে তুষারপাতের আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের তৎপরতা প্রতিবারই বেড়ে যায়।

শুক্রবারের ঘটনাও তার অংশ বলেই মনে করা হচ্ছে। উত্তর কাশ্মীরে সীমান্তে ভারতও পাল্টা হানা দেয় পাক আগ্রাসনের পর। এদিকে শুক্রবার কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলিতে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার পর প্রধানমন্ত্রীর জয়সলমের যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

উত্তর কাশ্মীর সীমান্তে ভারতের পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১ জন পাকিস্তানি সেনা। এর মধ্যে রয়েছে দুই-তিনজন পাকিস্তান স্পেশ্যাল সার্ভিস গ্রুপের কম্যান্ডোও। এই ঘটনায় শুক্রবারই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের তরফে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়। এরপরই পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?