স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ নভেম্বর।। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব, দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত বিশিষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শােক ব্যক্ত করেছেন এবং প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রসঙ্গত, প্রয়াত কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ত্রিপুরায় একাধিকবার এসেছেন। নাট্য উৎসবে অংশ নিয়েছেন। ত্রিপুরায় তাঁর বহু গুণমুগ্ধ দর্শক রয়েছে। আজ তাঁর প্রয়াণে ত্রিপুরায় সংস্কৃতি-প্রেমী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এক শােক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার একজন কিংবদন্তী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একজন সফল নাট্যকার, নিদের্শক, অভিনেতা, কবি আবৃত্তিকার ও চিত্রশিল্পী। দীর্ঘ সময় ধরে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতকে তার অসামান্য অভিনয় দক্ষতায় সমৃদ্ধ করে গেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের একটি যুগের অবসান এবং অপূরণীয় ক্ষতি।
দেশ বিদেশের অনেক পুরস্কারে সম্মানিত এই মহান শিল্পী বেঁচে থাকবেন আপামর ভারতবাসীর হৃদয়ে। মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শােক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।