স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ নভেম্বর।।
শনিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো এনফোর্সমেন্ট টিম। সদর মহকুমার ডিসিএম আশিস বিশ্বাস ও অনিমেস ধরের নেতৃত্বে নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এনফর্সমেন্ট টিমের সাথে ছিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরা।
মূলত বাজারে কাঁচামালের মূল্য স্বাভাবিক আছে কিনা এবং কোন ব্যবসায়ী শব্দবাজি মজুত কিংবা বিক্রয় করছে কিনা, কোন ব্যবসায়ী প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহার করছে কিনা, তা খতিয়ে দেখতে এইদিন অভিযান চালানো হয়। এদিনের অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে শব্দ বাজি এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ। অভিযানের পর ডিসিএম আশিস বিশ্বাস জানান এনফোর্স টিম নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছে।
এইদিন অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং শব্দবাজি উদ্ধার করা হয়েছে। যদিও শব্দ বাজি বিক্রেতারা জানায় তারা শব্দ বাজি বিক্রয় করছে না। যে সকল বাজি উদ্ধার হয়েছে সেইগুলি পুরানো। তিনি আরও জানান এইদিন প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহার করার জন্য এইদিন ২০০০ ইয়াকা জরিমানা আদায় করা হয়েছে।