অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ৪১ বছর বয়সী এই কোচের এখন পর্যন্ত কোনো উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি।
প্রধান কোচ পজিটিভ হওয়ায় রবিবার জাতীয় দলের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা।
করোনা নিয়ে জেমি ডে বরাবরই সতর্ক ছিলেন। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলে সেদিনই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আগে জীবন পরে খেলা। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখা উচিত। ’ এর দুই দিন পরই বাছাইপর্বের ম্যাচ স্থগিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। জেমিও সহকারী কোচকে নিয়ে ফিরে যান ইংল্যান্ডে।