স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ নভেম্বর।। প্রকৃত মানব সম্পদের উন্নয়ন করা গেলে তবেই সার্থক হওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন ৬ বছরের মধ্যে শিশুদের ব্রেইন এর ডেভেলপ হয়ে যায়। ৮০ থেকে ৯২ শতাংশ ব্রেইন ডেভেলপ হয়ে যায়। ১২ বছর বয়সে সকল ব্রেইন ডেভেলপ হয়ে যায়।
তাই কোন ছেলে মেয়েকে সমাজ বা অভিভাবক জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাওয়া ভুল হবে। জাতীয় শিক্ষা নিতিও তাই বলছে। ছাত্র-ছাত্রিদের ব্রেইনকে বিকশিত করাই শিক্ষকদের মূল কাজ। অল্প সময়ের মধ্যে বর্তমান রাজ্য সরকার শিক্ষা দপ্তরে ৩৪ টা সংস্কার নিয়ে এসেছে। একাধিক প্রকল্প চালু করা হয়েছে।
শনিবার রাজ্য ভিত্তিক শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে উমাকান্ত একাডেমীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উমাকান্ত একাডেমীর ছাত্রদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।