অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। কোভিড হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ১০ জন। অগ্নিদগ্ধ হয়েছেন এক চিকিৎসক-সহ আরও ৭ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। শনিবার গভীর রাতে রোমানিয়ার এক হাসপাতালের ঘটনা।
মৃতরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন। ভর্তি ছিলেন আইসিউতে। এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিজনেরা। রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, অগ্নিদগ্ধ ৬ রোগীকে শহরের অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই দুর্ঘটনার সময় আইসিইউয়ে যে চিকিত্সক রোগী দেখছিলেন, অগ্নিকাণ্ডের জেরে তিনিও গুরুতর আহত হন। ওই চিকিত্সককে খারেস্টের এক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালের আইসিইউ বিভাগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বরং ওই হাসপাতালে অন্য একটি রুমে আইসিইউ চালু করা হচ্ছে।
জানা গিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত অন্যান্য বিভাগেও আগুন ছড়ায়। তবে কীভাবে আগুন লাগত, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।