ইরানে নিকেশ জঙ্গী সংগঠন আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। ইরানে নিকেশ জঙ্গী সংগঠন আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। যদিও এখনো পর্যন্ত আল-কায়েদার তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি।

১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ড ছিল আবদুল্লা আহমেদ আবদুল্লা। ৩ মাস আগে ইরানে আল কায়দার সেকেন্ড ইন কমান্ড আবদুল্লাকে খতম করা হয়েছে, একথা জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। গত ৭ অগাস্ট তেহরানের রাস্তায় আবদুল্লাকে গুলি করে দুই অজ্ঞাতপরিচয় বাইক আরোহী। আবদুল্লার পাশাপাশি তার বিধবা মেয়েকেও হত্যা করা হয়েছে।

ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের স্ত্রী ছিল আবদুল্লার মেয়ে। পরে জানা যায় যে, ইজরায়ালের গুপ্তচর বাহিনীই হত্যা করেছে ওই জঙ্গি নেতাকে। যদিও ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইরানে কয়েক বছর ধরে আল কায়দার নেতাদের গতিবিধির ওপর নজর রাখছিল আমেরিকা। তবে, এখনও পর্যন্ত কোনও দেশ প্রকাশ্য়ে এ ঘটনার দায় স্বীকার করেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?