স্টাফ রিপোর্টার, আমবাসা , ১৫ নভেম্বর।।আবারো ভগবানের আশীর্বাদ নম্বর হিসাবে প্রমান করে দেখিয়ে দিলো 102 ফ্রি অ্যাম্বুলেন্স নম্বর। ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল 7 টা 40 মিনিটে রেফার করেন নাথোরুং রিয়াং নামে এক গর্ববতী মহিলাকে গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ধলাই জেলা হাসপাতালে, তখন নাথোরুং রিয়াং এর পরিবার 102 নম্বরে কল করেন এম্বুলেন্সের সাহায্যের জন্য I
কল পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স রওনা দেয় ধলাই জেলা হাসপাতালের উদ্দেশ্যে I কিছু রাস্তা অতিক্রম করার পর অর্থাৎ দুই (2) মাইল যাওয়ার পর এম্বুলেন্সের মধ্যেই শুরু হয় তার প্রচন্ড প্রসব যন্ত্রনা, তখন এম্বুলেন্সের কর্তব্যরত পাইলট প্রাণেশ দেববর্মা অ্যাম্বুলেন্স দাঁড় করান এবং 102 এম্বুলেন্সের কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দ্বিজেন্দ্র ত্রিপুরা সন্তান প্রসবের কাজে সহায়তা করেন এবং সেখানেই এম্বুলেন্সের ভিতরে জন্ম হয় একটি ফুটফুটে কন্যা সন্তান I বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ অবস্থায় ধলাই ডিস্ট্রিক্ট হাসপাতালে রয়েছেন I
সময়মত ফ্রি অ্যাম্বুলেন্স পেয়ে তারা অনেকটাই খুশি নাথোরুং রিয়াং এর পরিবার এবং সাথে সাথে 102 অ্যাম্বুলেন্স পরিষেবাকে অসংখ্য ধন্যবাদ জানান I ধলাই জেলার ডিস্ট্রিক্ট কো -অর্ডিনেটর ভবতোষ দাস জানান এই পরিষেবা ত্রিপুরার যেকোনো জায়গা থেকে যেকোনো কেউ 102 নম্বরে কল করে নিতে পারেন।