অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। গত সপ্তাহের শনিবারই প্রকাশিত হয়েছিল ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন।
ভোটে কারচুপির অভিযোগ করে ট্রাম্প এই ফলাফলের বিরোধিতা করলেও, বাইডেনের জয়ের খবরে দেশ বিদেশ থেকে এসেছিল শুভেচ্ছা বার্তা। ব্যতিক্রম ছিল চিন। বেজিং জানিয়েছিল, আমেরিকার আইন মেনে যতক্ষণ না এই ভোট বিতর্কের অবসান হচ্ছে ততক্ষণ তারা শুভেচ্ছা জানাবে না জো বাইডেনকে।
তবে সম্প্রতি নিজেদের সেই কট্টর অবস্থান থেকে সরেছে বেজিং। তারা শুভেচ্ছা জানিয়েছে জো বাইডেনকে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ‘আমরা মার্কিন নাগরিকদের মতামতকে সম্মান করি। আমরা জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানাচ্ছি।’