স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ নভেম্বর৷৷ধলাই জেলার আমবাসা টিআরটিসি পাড়ার এক নাবালিকাকে অপহরণের ঘটনায় অভিযুক্ত এবং তার পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্তরা হলো মূলক অধিকারী এবং তার পিতা গৌতম অধিকারী৷ সংবাদ সূত্রে জানা গেছে ১৪ বছরের এক নাবালিকাকে টিআরটিসি কলোনি পাড়া এলাকার মূলক অধিকারী অপহরণ করে নিয়ে যায়৷
এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে আমবাসা থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে জানা যায় তারা অপহরণকারীর বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করতে গেলে অপহরণকারী যুবক এবং তার বাবা-মা তাদের ওপর আক্রমণ চালিয়েছিলেন৷এ বিষয়ে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷এ ব্যাপারে আমার সাথে আনার পুলিশ এবং চাইল্ড লাইন বলিষ্ঠ ভূমিকা পালন করে৷এই ঘটনায় অভিযুক্ত এবং তার পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ ধারায় মামলা গৃহীত হয়েছে৷
আমার সাথে আনার পুলিশ দু জনকে আদালতে সোপর্দ করেছে৷ আদালত থেকে তাদেরকে সাত দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে৷অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷