স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১৩ নভেম্বর৷৷ অসম -ত্রিপুরা সীমান্তের অসম চুড়াইবাড়িতে আটক মহিলা ও পুরুষ সহ দুই বিদেশি নাগরিক৷ গতকাল সন্ধ্যা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটিগামি নৈশ বাসে অসমে প্রবেশের মুখে এই দুই বিদেশী নাগরিক অসম চুড়াইবাড়ি ওয়াচপোষ্ট পুলিশের হাতে ধরা পড়েন৷
এ মর্মে চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ জানান,বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আগরতলা শহর থেকে গুয়াহাটি অভিমুখে আসা যাত্রীবাহী নৈশ বাসে রুটিন তল্লাশিতে এই দুই বিদেশি নাগরিককে আটক করা হয়৷উক্ত যাত্রীবাহী বাসের নম্বর হল এএস-২৫সিসি-৮৬৫৮৷ ধৃতদের মধ্যে একজন হলো ওলাডিপুপো(৪০)এবং অন্যজনের নাম রুত রিয়েল এনডিসি(২৫)৷
এদের মধ্যে ওলাডিপুপো সেনেগালের বাসিন্দা আর মহিলা এনডিসি কেনিয়ার বাসিন্দা৷পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে তাদের দেশের পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা পাওয়া গেলেও ওদের কাছে ভারতে ভ্রমণের কোনো বৈধ ভিসা ছিল না৷ তাছাড়া অসম পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে৷ইতিমধ্যে তারা বাংলাদেশ সহ কুয়েত ও কাতার ভ্রমণ করে ভারতে প্রবেশ করেছে৷তবে তাদের ভাষার ভিন্নতার জন্য পুরো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ৷
তবে আটক মহিলাটি ইংরাজীতে কিছু কিছু কথা বলতে পারায় এসব তথ্য সংগ্রহ করা গেছে৷এ সংবাদ লেখা পর্য্যন্ত ধৃতরা অসম পুলিশের হেফাজতে থাকার খবর পাওয়া গেছে৷এদিকে ঘনঘন বিদেশি নাগরিক বৈধ নথি না থাকা সত্ত্বেও ভারতে ভ্রমণ কালে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক হওয়ার খবরে স্থানীয় সচেতন মহল উষ্মা প্রকাশ করছেন৷একিসাথে অনেকে ত্রিপুরা পুলিশ সহ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷