স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক মন্দার জন্য বিরোধী সিপিএম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সমালোচনায় বিঁধেছে৷ দলের রাজ্য কমিটির বৈঠকে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, রাজ্যজুড়ে খুবই খারাপ পরিস্থিতি৷
রাজ্যের গ্রামীণ, পাহাড় এবং নগর অঞ্চলে সাধারণ জনগণের মধ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকটের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, রেগায় মজুরি বেড়ে ৩৪০ টাকা করার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, রেগা শ্রমিকরা কাজই পাচ্ছেন না৷ তাঁর দাবি, রেগায় ১৫-১৬ শ্রমদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে৷
সাথে তিনি যোগ করেন, রেগা শ্রমিকদের যৎসামান্য উপার্জনেও শাসক দলের নেতারা থাবা বসাচ্ছেন৷তিনি এদিন উদ্বেগের সুরে বলেন, আর্থিক অবস্থার বেহাল দশার কারণে মানুষের না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে৷ ফলে, ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে৷ কিন্তু, ওই ঋণ পরিশোধ করবেন কীভাবে, গ্রামীণ এলাকার গরিব মানুষ তা জানেন না৷
তাঁর কথায়, গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও দারুণ আর্থিক অনটন দেখা দিয়েছে৷ কারণ, শহরাঞ্চলের গরিব মানুষ এখন আগের মতো টুয়েপের কাজ পাচ্ছেন না৷ পুর নিগম নগরোন্নয়ন দফতরকে টুয়েপ প্রকল্পে কাজ দেওয়ার অনুমোদন চেয়েছিল৷ কিন্তু এ-বিষয়ে ত্রিপুরা সরকারের সবুজ সংকেত এখনও মিলেনি, ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি৷