স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র রাজ্য সরকারের কাছে চেয়েছে ব্রু শরণার্থী সংগঠন৷ ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসে সরকারি অনুমোদন সুনিশ্চিত করার প্রশ্ণে মুখ্যসচিব মনোজ কুমারকে লেখা এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন সংগঠনের সম্পাদক ব্রুনো মশা৷ প্রসঙ্গত, গত জানুয়ারিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
ত্রিপুরার সরকার তাদের জমির বন্দোবস্ত করে দেবে৷ ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে দুই দশকের অধিক সময় ধরে চলমান সমস্যার সমাধান সম্ভব হয়েছে৷এ-বিষয়ে ব্রুনো মশা জানিয়েছেন, ত্রিপুরা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ৷ আমাদের বসবাসের স্থায়ী সমাধান করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷
তাই, ত্রিপুরার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র চেয়েছি৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানিয়েছি৷ তাতে উত্তর ত্রিপুরার জেলাশাসক এবং কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমাশাসককে ওই নথি জারি করার জন্য নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছি৷
প্রসঙ্গত, জাতি দাঙ্গায় প্রাণ বাঁচিয়ে মিজোরাম থেকে পালিয়ে আসা ৩৩ হাজারের অধিক ব্রু শরণার্থীকে ত্রিপুরায় স্থায়ী বসবাসের সুযোগ করে দিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ কেন্দ্রীয় সরকার তার জন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে৷ বর্তমানে তাদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করা হচ্ছে৷