আমবাসার রায়পাশা ছড়া থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ নভেম্বর৷৷ ধলাই জেলার আমবাসার রায়পাশা ছড়া থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মনোজ দেবনাথ৷ গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন৷এ ব্যাপারে আমবাসা থানায় একটি নিখোঁজ সংক্রান্তঃ অভিযোগ দায়ের করা হয়েছিল৷

সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর পরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না৷শুক্রবার স্থানীয় লোকরা ছড়ার জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷খবর পেয়ে আমবাসা থানার পুলিশ এসে জল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷

খবর পাঠানো হয় মৃতের পরিবারের লোকজনদের কাছে৷ খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহ শনাক্ত করেন৷পরিবারের তরফ থেকে জানানো হয় প্রায় সময় ও বাড়িঘরে কোন কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত মনোজ দেবনাথ নামে ওই ব্যক্তি৷

কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ডের ঘটনা তা নিয়ে জনমনে প্রশ্ণ দেখা দিয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে আমবাসা থানার পুলিশ জানিয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?