রাজ্যের মৃৎশিল্পীদের তৈরি প্রদীপ বিতরণ কর্মসূচি বিজেপির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রাজ্যের মৃৎশিল্পীদের তৈরি সামগ্রী কিভাবে আরো বেশি করে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় সেই দিক চিন্তা করে আজকে ভাবনা চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রীর আহ্বান ভোকাল ফর লোকাল। সেই আহ্বানকে সামনে রেখে রাজ্যের মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপ সকলের মধ্যে বিতরণ করা হয় ।

এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি সকলের কাছে আহ্বান জানান স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী এবছর দীপাবলিতে ব্যবহার করার জন্য। এর মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত- এই দিশাতে এগিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যবাসীকে।

শুক্রবার ভারতীয় জনতা পার্টি ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের কুড়ি নং ওয়ার্ড এর উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে আত্মনির্ভর ভারত গড়ার ডাকে স্থানীয় দ্রব্য ব্যবহার করার বার্তা নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলার রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী নিলিমা ঘোষ সহ অন্যান্যরা। এদিন মাটির প্রদীপের পাশাপাশি রাজ্যের তৈরি মোম ও পাপোশ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?