মতিনগর থেকে চুরি যাওয়া বাইক সহ তিন জনকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ সিপাহী জলা জেলার সোনামুড়া মতিনগর থেকে চুরি যাওয়া বাইক সহ তিন জনকে আটক করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে দুটি বাইক উদ্ধার হয়েছে৷তাদের বিরুদ্ধে সোনামুড়া থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণ করা হয়েছে৷ঘটনার বিবরণে জানা গেছে টিআইবির কর্মকর্তারা সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ সোনামুড়া মতিনগর এলাকায় হানা দেন৷

সোনামুড়া থানার পুলিশও এ অভিযানের সামিল হয়৷ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সুনামুরা থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানিয়েছেন, ডিআইবি কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে মতি নগর এলাকায় ৩ বাইক চোর বাইক সহ অবস্থান করছে৷সেই খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা মতি নগর এলাকায় হানা দেন৷

হানা দিয়ে তারা যথারীতি সাফল্য পান৷ দুটি বাইক সহ আটক করা ৩ কুখ্যাত চোরকে সোনামোড়া থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ জানা গেছে তারা দীর্ঘদিন ধরেই বাইক চুরি এবং চুরি করা বাইক বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত রয়েছে৷ পুলিশ দীর্ঘদিন ধরেই এই চক্রটিকে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছিল৷ অবশেষে সাফল্য পেয়েছে পুলিশ৷

আটক ৩ চোরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো অন্যান্য দেশ সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য সোনামুড়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চুরি করা বাংলাদেশে পাচার করা হচ্ছে৷সোনামুড়া আন্তর্জাতিক সীমান্ত টি চোর-ডাকাত ছিনতাইকারী এবং পাচারকারীদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে৷

সোনামুড়া সীমান্ত এলাকায় অপরাধপ্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এবং বিএসএফের কর্মকর্তারা নানা উদ্যোগ গ্রহণ করলেও এসব অপরাধ প্রবণতা বন্ধ করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে৷সোনামুড়া সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ এইসব সীমান্ত অপরাধের কারণে নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?