অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। প্রয়োজনে পাকিস্তানকে সব হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। পাক সেনাবাহিনীর জন্যই গোটা বিশ্বে নিন্দিত পাকিস্তান।ইসলামাবাদ যদি মনে করে, তারা এভাবে সীমান্তে ভারতীয় সেনা ও গ্রামবাসীদের উপর হামলা চালাবে তবে আমরাও বসে থাকব না। পাকিস্তানকে তাদের ভাষাতেই আমরা জবাব দেব।
শনিবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতেই আজ প্রধানমন্ত্রী জয়সালমেরে পৌঁছন। শুক্রবার জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় চার জায়গায় হামলা চালায় পাক সেনা।
পাক সেনার ওই হামলায় পাঁচ জওয়ান শহিদ হন। একই সঙ্গে ছয় গ্রামবাসীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার কথা টেনে এনে শনিবার জয়সলমেরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান যদি এ ধরনের নৃশংস আচরণ করতেই থাকে তবে আমরা তাদের উপযুক্ত জবাব দেব। আমাদের সেনাদের জন্যই দেশ আজ ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের সেনারা প্রচন্ড সাহসী ও শক্তিশালী। তারা কখনওই এই অপমান মুখ বুঝে মেনে নেবে না। জওয়ানরা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে তৈরি আছে।প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এই ধরনের আচরণ বন্ধ করা উচিত।
এর আগে তারা বাংলাদেশের মা, বোনেদের উপর এ ধরনের অন্যায় অত্যাচার চালিয়েছে। কিন্তু ভারত আর এই অত্যাচার সহ্য করবে না। ভারত তাদের আগেও জবাব দিয়েছে ভবিষ্যতেও দেবে। ভারতীয় সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে কোনও শত্রুপক্ষ ভয় পায়। পাকিস্তানও ভয় পায়, তাই তারা সরাসরি লড়াইয়ে না এসে ভীরুর মতন চোরাগোপ্তা হামলা চালায়। সমস্যা থাকতেই পারে, ভারত চায় যে কোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করতে।
ভারত বরাবরই আগ্রাসন ও সম্প্রসারবাদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আরও বলেন, সে দেশের সেনাবাহিনীর আচরণের কারণেই পাকিস্তান গোটা দেশে নিন্দিত। লঙ্গেওয়ালা পোস্ট থেকেই ইতিহাস তৈরি করেছে ভারতীয় সেনা। পাকিস্তান যেন এটা মনে রাখে। ভারতীয় জওয়ানদের জন্যই আজ গোটা দেশ সুরক্ষিত, ঐক্যবদ্ধ ও মজবুত রয়েছে।
তাদের জন্যই এদেশের মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমান। সেই জওয়ানদের অমর্যাদা আমরা কোনওভাবেই মেনে নেব না। শুক্রবার পাকিস্তান যে কাজ করেছে তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ছেড়ে কথা বলব না। নিশ্চিতভাবেই জওয়ানরা পাল্টা জবাব দেবে। ভাষণ শেষ করে প্রধানমন্ত্রী সীমান্তে নিযুক্ত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। মোদি সব জওয়ানের সঙ্গেই কুশল বিনিময় করেন। তাঁদের মিষ্টি খাওয়ান তিনি।