একইদিনে রাজ্যের পৃথক স্থানে দুটি মর্মান্তিক ঘটনা, মৃত্যু হল দুই শিশুর

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর৷৷ একইদিনে পৃথক স্থানে দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন ত্রিপুরাবাসী৷ মোবাইল গেম খেলার জন্য বাড়ি থেকে কাউকে না জানিয়ে ৫০০ টাকা নেওয়ায় ভয়ে এক নাবালক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷ অন্যদিকে, খেলার ছলে নয় বছরের এক শিশুকন্যা গলায় গামছা জড়িয়ে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে৷

ফ্রি ফায়ার মোবাইল গেমের জন্য আজ শুক্রবার এক নাবালক প্রাণ হারিয়েছে৷ আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা সাধন দাসের নাবালক ছেলে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷ মৃত্যুর আগে ওই নাবালক নিজেই জানিয়েছে, গেম খেলার জন্য বাড়িতে কাউকে না জানিয়ে ৫০০ টাকা এনেছিলাম৷ ওই বিষয়টি বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছি৷

নাবালকের দেওয়া বয়ান অনুযায়ী, তারা চার ভাই-বোন৷ ভাটি অভয়নগরে তারা ভাড়া থাকে৷ গেম খেলার জন্য ৫০০ টাকা নিয়ে গিয়েছিল৷ পরে কাজটি ভুল হয়েছে বুঝতে পেরেছে৷ তবে বাড়িতে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷ ওই নাবালক জানিয়েছে, দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন৷ চিকিৎসকদের বক্তব্য, আগুন লেগে ওই নাবালকের শরীরের গভীর ক্ষত হয়েছে৷ ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ মোবাইল গেমের জন্য কোনও নাবালকের করুণ পরিণতি ত্রিপুরায় সম্ভবত প্রথম৷

এদিকে, খেলার ছলে গলায় ফাঁস লেগে তৃতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ খোয়াই জেলায় কল্যাণপুর থানা এলাকায় বাগানবাজারে সংঘটিত ওই ঘটনায় শিশু কন্যার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷ পুলিশ জানিয়েছে, বাগানবাজার এলাকার বাসিন্দা খোকন দাসের মেয়ে জুলি দাস (৯) আজ বাড়িতেই গামছা নিয়ে খেলা করছিল৷ হঠাৎ গামছা গলায় জড়িয়ে যায়৷ তাতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে৷পরিবারের সদস্যরা তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান৷

কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সন্দীপ চক্রবর্তী তাকে মৃত বলে ঘোষণা করেন৷ খোকন দাস জানিয়েছেন, স্নান করে ঘরেই তার মেয়ে খেলা করছিল৷ তখন বাড়িতে সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন৷ ফলে কখন তার গলায় গামছা জড়িয়ে গেছে কেউ টের পাননি৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে দেওয়া হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?