স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৩ নভেম্বর৷৷ উত্তর জেলার ধর্মনগর মহাকুমার লালছড়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত লোহার গেইট এলাকায় পানীয় জল এবং বেহাল রাস্তার নিয়ে দীর্ঘ সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। বাধ্য হয়ে শুক্রবার সকালে গ্রামবাসী সহ চা বাগানের শ্রমিকরা একজোট হয়ে প্রতিবাদে সামিল হোন ।
তাদের অভিযোগ পানীয় জল এবং রাস্তাঘাটের দীর্ঘ সমস্যা নিয়ে তারা জীবন-যাপন করছেন । বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার বসবাসকারীদের ভাগ্যের চাকা বদলায়নি । গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে এই অভিযোগ বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর । পাশাপাশি তারা অভিযোগ করে বলেন সরকারি শৌচালয় নিয়ে দুর্নীতি হচ্ছে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে ।
জিও ট্রেকিং করতে গেলে চাওয়া হচ্ছে ৫০০ টাকা। আর টাকা না দিলে করা হচ্ছে না । কদমতলা ব্লকের জিও ট্রেকিং এর দায়িত্বে থাকা সোমা দাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা । তারা জানান এই প্রতিবাদ এখানেই শেষ নয় । খুব শীঘ্রই তাদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন ।