স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ২০২০-এর ১ অক্টোবর এবং ২৯ অক্টোবর জারি করা ’’রি ওপেনিং গাইড লাইন্-ত্রিপুরা’’-র আংশিক সংশোধন করে কন্টেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় সাংস্ক’তিক/বিনোদনমূলক এবং খেলাধূলার অনুষ্ঠান করার বিষয়ে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে৷
রাজ্য সরকারের পক্ষ থেকে এক আদেশে বলা হয়েছে সংশ্লিষ্ট বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমস্ত অনুষ্ঠান করা যাবে৷ এসব অনুষ্ঠান করার জন্য যেসব শর্তাবলী রাখা হয়েছে সেগুলি হচ্ছে ঃ বন্ধ ঘরে বা হলে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে৷ দর্শক/বা শ্রোতার সংখ্যা ২০০ জনের বেশি হতে পারবে না৷ মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়এবং স্যানিটাইজার বা হ্যাণ্ড ওয়াশ-এর ব্যবস্থা রাখতে হবে৷
খোলা জায়গার ক্ষেত্রে মাঠের আয়তন অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও হ্যাণ্ড ওয়াশ বা স্যানিটাইজার-এর ব্যবস্থা থাকতে হবে৷ আয়োজকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান ইত্যাদি নিয়ম রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখতে হবে৷ মুখ্যসচিব আজ এক আদেশে এই সংবাদ জানিয়েছেন৷