স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের রামনগর সাত নম্বর রোডে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন এবং মোবাইল ছিনতাই করেছে ছিনতাইকারীরা৷ অবশ্য স্থানীয় জনগণ ছিনতাইকারীকে সাথে সাথে আটক করতে সক্ষম হয়েছেন৷ ছিনতাইকারীকে আটক করে উত্তেজিত জনতা গণপ্রহার দেন৷ গণ প্রহার দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়৷
শুধু তাই নয় তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ গণপ্রহারে ছিনতাইকারী জখম হওয়ায় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ তার বিরুদ্ধে পশ্চিম থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷
উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন৷ আগরতলা শহর ও শহরতলীর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা রীতিমতো চিন্তায় পড়েছেন৷ পুলিশি টহল বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷