অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিপক্ষ জো বাইডেনের কাছে আগেই হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু সেই হার মানতে চাননি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন। কিন্তু এবার আদালতেও গুরুত্ব পেল না তাঁর সেই অভিযোগ। হার হল ট্রাম্প শিবিরের।
পেনসিলভেনিয়া, মিশিগান, অ্যারিজোনায় ভোট কারচুপির অভিযোগে করা রিপাবলিকানদের মামলা খারিজ হয়ে গিয়েছে।
পেনসিলভেনিয়ায় নির্বাচনের দিন ডাক যোগে আসা ৯ হাজার ৩০০টি মেল-ইন-ব্যালট ভোট খারিজ করার আবেদনে আদালতে করেছিল রিপাবলিকানরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেল কোর্ট।
আদালত বলেছে, ‘করোনা মহামারীর কারণে প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। তাই ভোট গ্রহণের জন্য অতিরিক্ত তিন দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত সঠিক। প্রত্যেকটি ভোটের গণনা হওয়া উচিত।’ একইভাবে মিশিগান ও অ্যারিজোনায় হওয়া রিপাবলিকানদের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।