দীপাবলির দিন সকাল থেকে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। দীপাবলির দিন সকাল থেকে দূষণের চাদরে ঢেকেছে দিল্লির বিভিন্ন এলাকা। বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান ‘অত্যন্ত খারাপ’ ক্যাটেগরিতে রয়েছে। বিমানবন্দর এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩২৮এবং আর কে পুরমে ৩৫৪ রয়েছে বলে জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

শনিবার সকালে বেশ কয়েকটি স্থানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ‘মারাত্মক’ এবং ‘অত্যন্ত খারাপ’ ছিল। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪২৪ (গুরুতর), আইটিও-তে ৪০০ (খুব খারাপ) ছিল এয়ার কোয়ালিটি ইনডেক্স। উল্লেখ্য, ০-৫০ এর মধ্যে  এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো হিসেবে চিহ্নিত করা হয়, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ এবং ৪০১-৫০০ গুরুতর হিসাবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স গুরুতর হলে তখন তা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং রোগে আক্রান্তদের প্রভাবিত করে। রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স দীপাবলিতে ‘গুরুতর’ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এদিকে বাতাসে প্রচুর ধোঁয়াশার কারণে রাজধানীতে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে হাঁপানি বা শ্বাসকষ্টের মতো অন্যান্য অসুস্থতায় ভুগছেন এমন লোকদের ঘর থেকে একেবারেই বেরোনো উচিত নয়। তাদের ঘরে থেকে কাজ করা উচিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?