স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ সরকার ও প্রশাসনের নির্দেশ অমান্য করে রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ অব্যাহত রয়েছে৷ পুলিশ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এইসব গাঁজা চাষ বন্ধ করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছেন৷ কাজের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী জোরদার করা হয়েছে৷ সিপাহী জলা জেলার সোনামুড়া মনায় এবং উপজেলার কুমারঘাট শান্তির বাজার এলাকায় পৃথক পৃথক গাজা বিরোধীভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ কেটে ধবংস করে দিয়েছে পুলিশ বিএসএফ এবং প্রশাসনের কর্মকর্তারা৷
ঘটনার বিবরণ দিয়ে সোনামুড়া থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন সোনামুড়া মহকুমার কলম চওড়া থানা এলাকার দক্ষিণ কলম চওড়া এলাকায়পুলিশ বিএসএফ এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তারা গাজা বিরোধী অভিযানের সামিল হন৷দক্ষিণ কলম চওড়া এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে বলে প্রশাসনের কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে৷থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গাঁজা চাষ বিরোধী অভিযানের সামিল হয়৷অভিযান চালাতে গিয়ে তারা প্রায় ৫০ লক্ষ টাকার গাঁজা ছাড়া কেটে ধবংস করে দিয়েছেন৷
গাজা ক্ষেত ধবংস করে দেওয়া হলেও এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷পুলিশ বিএসএফ এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গাজা চাষিরা পালিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ৷ সোনা বোদা থানার ওসি ভারত দেববর্মা জানিয়েছেন ওই এলাকায় ব্যাপকহারে গাঁজার চাষ হচ্ছে বলে তাদের কাছে খবর রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে গাঁজা চাষ বিরোধী অভিযানের সামিল হন পুলিশ এবং বিএসএফের কর্মকর্তারা৷
পার্শবর্তী এলাকা গুলিতে আরো গাঁজার চাষ হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে৷সে কারণে এ ধরনের গাঁজা চাষ বিরুদ্ধে আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সোনামুড়া থানার ওসি জানিয়েছেন৷ গাঁজা চাষ থেকে বিরত থাকার জন্য প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ অন্যথায় গাজা চাষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷এদিকে ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে৷
সংবাদ সূত্রে জানা গেছেমহকুমা পুলিশ আধিকারিক এর কাছে সুনির্দিষ্ট খবর আসে কুমারঘাট শান্তির বাজার এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে৷সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে ফটিকরায় থানার পুলিশ গাঁজা চাষ বিরোধী অভিযানের সামিল হয়৷ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়াঙ জানিয়েছেন৷