অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। বিহার ভোটে ব্যর্থতার কাঁটা তো ছিলই, এবার কংগ্রেসের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের আত্মজীবনীতে রাহুল গাঁধীকে একজন যোগ্যতাহীন ছাত্রের সঙ্গে তুলনা করলেন তিনি।
স্বাভাবিকভাবেই এই ওবামার এই মন্তব্য বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হোয়াইট হাউসে তাঁর কাটানো সময়কাল নিয়ে বই লিখেছেন বারাক ওবামা। নাম, ‘আ প্রমিসড ল্যান্ড’। নভেম্বরের শেষেই প্রকাশ হতে চলেছে বইটি।
সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট লিখছেন, “রাহুল হচ্ছেন এমন একজন ছাত্রের মতো, যিনি কোর্সের পড়াশোনা করে এসে শিক্ষককে ইমপ্রেস করার চেষ্টা করছেন, কিন্তু তাঁর দক্ষতা এবং বিষয়টিকে রপ্ত করার প্যাশন নেই।” রাহুলকে ‘নার্ভাস’ ও ‘অগোছালো’ বলেও মন্তব্য করেন তিনি।তবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ভূয়সী প্রশংসা করেছেন ওবামা।তিনি লিখেছেন, মনমোহনের মধ্যে এক ধরনের অপরিসীম নিষ্ঠা রয়েছে।
অন্যদিকে, তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী তথা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ওবামা সৎ ভদ্রলোক বলে চিহ্নিত করেছেন। শুরু থেকেই রাহুল গাঁধীর যোগ্যতা নিয়ে বার বার আক্রমণ শানিয়েছে বিজেপি সহ কংগ্রেস-বিরোধীরা। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আত্মজীবনী তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিল, একথা বলার অপেক্ষা রাখে না।