ভোট গণনায় কারচুপির অভিযোগ, সিসিটিভি ফুটেজ চাইল কমিশন

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। ভোট গণনায় কারচুপির অভিযোগ। বিহারের গোপালগঞ্জ জেলার জেলাশাসকের কাছে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। জেলাশাসক আরশাদ আজিজ বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি নির্বাচন কমিশনের কাছে ফুটেজ পাঠাবেন। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সামান্য ব্যবধানে কুর্সি ধরে রাখতে সফল হয়েছে নীতীশ কুমার সরকার।

যদিও গণনার দিন থেকেই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী দুর্নীতির অভিযোগ জানিয়ে আসছে আরজেডি, কংগ্রেস ও সিপিআই-এমএল। বৃহস্পতিবার আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও দাবি করেছেন, ‘মানুষ মহাজোটকে চেয়েছিল। নির্বাচন কমিশন এনডিএ-কে জিতিয়েছেন।’এর আগে গণনার দিনই একটি অভিযোগ উঠেছিল, গণনার চলাকালীন গণনাকেন্দ্রে গোপালগঞ্জের সাংসদ অলোক কুমার সুমন ঢুকে পড়েছিলেন বলে গুরুতর অভিযোগ জানিয়েছে সিপিআই-এমএল।

গত ১০ নভেম্বর এই মর্মে বিহারের মুখ্য নির্বাচন দফতরের সিইও-কে দলের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল, প্রার্থী নির্দেশাবলীর ১৬.৯ ধারা লঙ্ঘন করে গণনাকেন্দ্রে প্রবেশ করেন জেডিইউ সাংসদ অলোক কুমার সুমন। ফলে গণনায় কারচুপি হওয়ার প্রবল সম্ভাবনা, তাই ফের ওই কেন্দ্রের গণনার দাবি তোলা হয়েছিল। গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্রে এ বার জয়লাভ করেছেন জেডিইউ প্রার্থী সুনীল কুমার।

তাঁর কাছে মাত্র ৪৬২ ভোটে পরাজিত হয়েছেন সিপিআই-এমএল প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সাংসদ। তবে তাতে কিছু প্রমাণ হয় না। তাই বিহারের গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ভোট গণনার। সিসিটিভি ফুটেজ চেয়ে জেলাশাসক আরশাদ আজিজকে নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?