আয়ুর্বেদ দিবসে দেশবাসীকে জোড়া উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। আয়ুর্বেদ দিবসে দেশবাসীকে জোড়া উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুই রাজ্যে দু’টি আয়ুর্বেদ চিকিৎসালয়ের উদ্বোধন করলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত আয়ুর্বেদ গবেষণার জন্য আলাদা গ্লোবাল সেন্টার তৈরি করছে। তাই দেশের প্রথাগত চিকিৎসা পদ্ধতিতে অতিরিক্ত মনোযোগ দেওয়ার অঙ্গীকার করলেন তিনি।২০১৬-র ১৩ নভেম্বর ধন্বন্তরি জয়ন্তীকে আয়ুর্বেদ দিবস হিসেবে ঘোষণা করেন মোদি।

প্রতি বছর এই দিনটিতে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যুক্তদের সম্মান জানানো হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। এদিন গুজরাটের জামনগরে আয়ুর্বেদ শিক্ষা এবং গবেষণা কেন্দ্র এবং রাজস্থানের জয়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, দুই রাজ্যের রাজ্যপাল এবং জনপ্রতিনিধিরা। এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গোটা বিশ্বেই এখন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির গ্রহণযোগ্যতা বাড়ছে।

মোদি বলেন, এবছরই বাদল অধিবেশনে সংসদে দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। হোমিওপ্যাথির জন্য আলাদা কমিশন তৈরি হয়েছে। দেশজ পদ্ধতিতে ওষুধ তৈরির জন্য আলাদা কমিশন তৈরি করা হয়েছে। এমনকী জাতীয় শিক্ষানীতিতেও আয়ুর্বেদিক চিকিৎসায় জোর দেওয়া হয়েছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?