অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। শুটিং থাক বা না থাক ক্যামেরার সামনে ভালোবেসে পোজ দিতে নায়িকাদের ক্লান্তি নেই। বিশেষ করে পায়েল সরকারের।
মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের লাস্যময়ী ছবি পোস্ট করেন। যা দেখে রীতিমতো ঘুম উড়ে যায় ইয়ং ব্রিগেডের। এমনকি ওয়েব সিরিজেও দাপিয়ে বেড়াচ্ছেন পায়েল। বিখ্যাত ‘মিস ম্যাচ’ সিরিজে প্রেমের পালে হাওয়া দিয়ে নাড়া দিয়েছেন দর্শকদের। ছবি ও ভিডিও এই দুয়ের মাধ্যমে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই গ্ল্যামার গার্ল।
সৌন্দর্যের আসল আকর্ষণ লুকিয়ে থাকে রহস্যে। সেই রহস্যকেউ উসকে দিয়ে নিজের বোল্ড ফটোশুটের এই ভিডিওটি আপলেড করেছেন পায়েল সরকার। কৃষ্ণ কালো মোনোকিনিতে জড়িয়েছেন সোনালি বেল্ট। আর তাকে ঢেকেছেন সি থ্রু শিফনের অবগুন্ঠনে।