স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি’র এক প্রতিনিধিদল আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় ফোরামের পক্ষ থেকে ১৯ দফা দাবী সম্বলিত একটি প্রতিবেদন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ দাবীগুলির মধ্য থেকে তিনটি বিষয় নিয়ে প্রতিনিধিদলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়৷
এই তিনটি দাবীর মধ্যে রয়েছে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য বীমা, বিজ্ঞাপন নীতি নিয়ে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা দ্রত কার্যকর করা এবং গৃহহীন সাংবাদিকদের আবাসনের বিষয়৷ সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি’র সদস্যদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্ধকার চিরস্থায়ী হয় না৷ আলোর জয় নিশ্চিত৷ সকলের সাথে মিলে মিশে কাজ করতে হবে৷
মানুষ সব সময় উন্নয়নের পক্ষেই থাকে৷ প্রতিনিধিদলের পক্ষ থেকে উত্থাপিত সাংবাদিকদের স্বাস্থ্যবীমা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরকার বিষয়টি খতিয়ে দেখছে৷ তাছাড়া বি’াপন নীতি সংশোধনের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সাংবাদিকদের আবাসনের বিষয়টিও সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করছে৷
সাক্ষাৎকারের সময় প্রতিনিধিদলের সাথে ছিলেন ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি’র কনভেনার সেবক ভট্টাচার্য, প্রণব সরকার, সুুরজিৎ পাল, কমল কলই, সৈয়দ সাজ্জাদ আলি সহ অন্যান্য সদস্যগণ৷