অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। মাদক মামলায় বন্ধু পল বার্তেলকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ বার এনসিবির জেরার মুখে পড়লেন অভিনেতা অর্জুন রামপালও। শুক্রবার সকালে মুম্বইয়ে এনসিবির দফতরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
এর আগে, অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকেও দু’দফায় জেরা করা হয়। গত সোমবার মুম্বইয়ে অর্জুনের বাড়িতে তল্লাশি চালান এনসিবি আধিকারিকরা। সেখান থেকে ল্যাপটপ, মোবাইল এবং ট্যাবলেট-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেন তাঁরা। অর্জুনের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর অর্জুন এবং গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান তদন্তকারীরা।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ খতিয়ে দেখার দায়িত্ব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নেওয়ার পর থেকেই একের পর এক হেভিওয়েট নাম প্রকাশ্যে এসেছে। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর আগেই এনসিবি কর্তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হন অর্জুন রামপালের নাম।
এনসিবি সূত্রে খবর, গতকাল গ্যাব্রিয়েলা ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে পল বার্তেলের নাম। তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তকারীদের হাতে আসে। জানা যায়, বার্তেল এখানে নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক সংক্রান্ত একটি মামলায় গত ১৫ অক্টোবর গ্যাব্রিয়েলার ভাই এগিসিয়ালোস দেমেত্রিয়াদেসকে একটি মাদক মামলায় লোনাভালার একটি রিসর্ট থেকে গ্রেফতার করা হয়।