স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ নভেম্বর।। ভারত ও জার্মান সরকারের যৌথ উদ্যোগে ত্রিপুরায় শুরু হল নতুন প্রকল্প। আজ সেই ইন্দো-জার্মান ডেভলপমেন্ট প্রজেক্টের শুভ সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
বনভূমি ক্ষয় রোধ, জলবায়ু রক্ষা সহ একাধিক প্রাকৃতিক ও পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ হবে এই প্রকল্পে। মোট ২৮০ কোটি টাকা বিনিয়োগ হবে।
ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার ১১টি ব্লকের ১৯১টি গ্রামে এই প্রকল্প গড়ে উঠবে। বড় মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিকাশ হবে অর্থনীতিরও। ভারত ও জার্মান সরকারের যৌথ উদ্যোগের এই প্রকল্পে যাঁরা কাজ করবেন তাঁদের আর্থিক দায়িত্ব রাজ্য সরকারের।
জার্মান কনসাল জেনারেল ম্যানফ্রেড অস্টারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে মোট এক কোটি শ্রমদিবস তৈরি হবে। রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার যে অভিমুখ নিয়ে চলছে তাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী।