টেস্ট ছাড়াই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়েও বড় ঘোষণা মমতার

সন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না টেস্ট বুধবার নবান্নের সাংবাদিক একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এর ফলে বর্তমানে দশম দ্বাদশ শ্রেণিতে পাঠরত সমস্ত পড়ুয়া সরাসরি বোর্ডের পরীক্ষা দিতে পারবে পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী দুমাসের মধ্যেই টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা হবে

এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা জানেন যে অতিমারি পরিস্থিতির জন্য পরীক্ষা নেওয়া যাচ্ছে না। তাই মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের আয়োজন করবে না। বিনা টেস্টেই মূল পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা।’’

এদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ উঠেছে। স্বচ্ছ দ্রুত নিয়োগের দাবি নিয়ে অনশনও করেছেন পরীক্ষার্থীরা। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এদিন তিনি জানান, ‘‘প্রাথমিকে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী টেট পাশ করেছে। তবে শূন্যপদ রয়েছে সাড়ে ১৬ হাজার। কোভিড পরিস্থিতি একটু দমলেই আগামী ডিসেম্বরজানুয়ারির মধ্যে নিয়োগের পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ অন্যদিকে আরও বড় সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ‘‘আমার কাছে প্রায় আড়াই লক্ষ পড়ুয়া নতুন করে টেট দেওয়ার জন্য আবেদন করেছেন। তাদের দাবি মাথায় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?