অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । করোনা ভাইরাসের সংক্রমণে ভীত সমগ্র বিশ্ব। তবে আনলক পর্বে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তবে জীবনেই অঙ্গ হয়ে উঠেছে মাস্ক এবং স্যানিটাইজার। আর সেই মাস্ক পরেই দেখা গেল স্পাইডারম্যানকে।
হলিউড অভিনেতা টম হল্যান্ড সম্প্রতি ‘স্পাইডারম্যান ৩’-এর নতুন লুকে ভক্তদের সামনে হাজির। ২৪ বছরের ব্রিটিশ অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সিনেমার পেছনে তাঁর চরিত্রের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা স্পাইডারম্যানের পোশাক পড়েছেন, সঙ্গে মুখে রয়েছে সাদা রঙের মাস্ক।
হল্যান্ড তাঁর এই ছবির ক্যাপশনের মাধ্যমে সকলকে মাস্ক ও পিপিই পরার জন্য বলেছেন। তিনি লিখেছেন, ‘মাস্ক পরুন, আমিও পরছি।‘ ফক্স নিউজের খবর অনুযায়ী, মার্বেল সিনেমেটিক ইউনির্ভাস ছাড়ছে না স্পাইডারম্যান। এরই মধ্যে ২০১৯ সালের অগাস্টে সোনি পিকচার্স ও ওয়াল্ট ডিজনি স্টুডিও ঘোষণা করেছে যে তারা যৌথভাবে ফের স্পাইডারম্যান ৩ প্রযোজনা করবে। যার প্রধান চরিত্রে রয়েছেন হল্যান্ড।
ইতিমধ্যেই এ ছবির অনেকটা অংশ শুটিং হয়ে গিয়েছে। এ মাসের শেষে ছবির শুটিং শেষ হওয়ার কথা চলছে। কারণ ২০২১ সালের ১৭ ডিসেম্বর এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।