অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে আপনার উপস্থিতি অসহনীয়। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এই ভাষাতেই তীব্র কটাক্ষ করল রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা ইউএন ওয়াচ।
উল্লেখ্য, কিছুদিন আগে হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন আঁকা নিয়ে বিতর্ক শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কার্টুন প্রকাশের পক্ষেই সওয়াল করেছিলেন। বলেছিলেন, ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা আছে। এর প্রতিবাদ করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছিলেন, মত প্রকাশের নাম করে ধর্মের অপমান সহ্য করা যায় না।
ইউরোপে ইসলামের প্রতি বিদ্বেষ বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। বিশ্বের মুসলিম দেশগুলিকে এর বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন ইমরান। এসবের মাঝেই অক্টোবর মাসে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে ফের নির্বাচিত হয় পাকিস্তান। ইউএন ওয়াচ পাকিস্তানের এই সদস্য নির্বাচিত হওয়ার ঘটনার নিন্দা করেছে। বলেছে পাকিস্তান নিজের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ।