অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । ছ’মাসে ২০০ জনকে পাঠিয়েছেন নিজের নগ্ন ছবি। এই অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। এই ২০০ জনের মধ্যে আবার ১২০ জনই মহিলা।
জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম রামকৃষ্ণ। ৫৪ বছরের এই ব্যক্তি চিত্রদুর্গের চাল্লাকেরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইচ্ছা মতো বিভিন্ন নম্বর ডায়াল করতেন এই ব্যক্তি।
ফোন রিঙ্গ হলেই রেখে দিতেন। পরে সেই নম্বরে নিজের নগ্ন ছবি পাঠাতেন। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়েছিল। কিন্তু বৃদ্ধের ফোন অফ থাকায় তাকে ধরা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার ফোন অন করতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় বৃদ্ধ।