অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । তিনি গোল করলেন। আবার গোড়ালিতে চোট পেয়ে উঠেও গেলেন। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠ ছাড়ার প্রভাব পড়ল ম্যাচেও। সেরি আ-তে রবিবার লাজিওর সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল জুভেন্টাস। প্রতিপক্ষ দলের মিডফিল্ডার লুইস আলবার্তোর সঙ্গে সংঘাতে গোড়ালিতে চোট পান রোনাল্ডো।
তাঁকে তুলে নিয়ে পরিবর্ত হিসেবে নামানো হয় পাওলো দিবালাকে। ম্যাচের পরে জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলো বলেছেন, “রোনাল্ডোকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে আমি রাজি নই। সামনে অনেক বড় ম্যাচ রয়েছে। তাই ওকে তুলে নিতে বাধ্য হয়েছি। এটা নিয়ে কোনও আলোচনার দরকার পড়ে না।” তিনি আরও বলেছেন, “লিগ সবে শুরু হয়েছে। অনেক ম্যাচ বাকি রয়েছে। তাই চোট পাওয়ার পরেও রোনাল্ডোকে মাঠে রেখা দেওয়ার পক্ষপাতী আমি ছিলাম না।
এবার আমাদের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগ এবার জিততেই হবে। সেই মঞ্চে রোনাল্ডোই হবে আমাদের দলের সেরা অস্ত্র। ওকে যতটা সুস্থ রাখতে পারব, তাতে লাভ হবে দলেরই।” দলের ফলেও খুশি হতে পারেননি পিরলো। তিনি জানিয়েছেন, শেষ দিকে তাঁর দলের খেলা মন্থর হয়ে পড়ায় লাজিও গোল করে যায়। তিনি বলেছেন, “সেভাবে দেখতে গেলে শেষ ১০ সেকেন্ডেই ম্যাচটা শেষ হয়ে গেল।
তা বাদ দিলে লাজিও আমাদের গোল লক্ষ্য করে খুব বেশি শট নিতে পারেনি। এই ব্যাপারগুলো সম্পর্কে ডিফেন্ডারদের আরও বেশি সতর্ক থাকতে হবে। হতে পারে, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে বলে হয়তো ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এটা সমস্ত দলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তাই গা-ছাড়া মনোভাব নিয়ে খেললে হবে না। নিশ্চিত তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া কোনও সময়েই সুখকর হতে পারে না।”