অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । রাজধানী দিল্লিতে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ (থার্ড ওয়েভ) তা আগেই জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর জেরে দিল্লিতে ফের লাগামছাড়া হয়ে উঠেছে করোনা সংক্রমণ। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
দু’দিন আগেই দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল সাত হাজার। রবিবার তা আট হাজারের কাছে পৌঁছে গিয়েছে। এদিনের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। মৃত্যু হয়েছে ৭৯ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা দিল্লিতে আরও বাড়বে সংক্রমণ।
সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দৈনিক ১৫ হাজারে পৌঁছতে পারে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, খুব শীঘ্রই দিল্লিতে কমবে করোনার তৃতীয় ঢেউ। হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে দূষণের কারণে দিল্লিতে সংক্রমণ বাড়ছে এটা তিনি মানতে চান নি। তাঁর মতে মাস্ক ব্যবহার কমে যাওয়ায়, মানুষ করোনা বিধি না মানায় বাড়ছে সংক্রমণ।