প্রেমে প্রতারণা, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । প্রেমে প্রতারণা করায় উত্তরপ্রদেশের জৌনপুরের তরুণী বেছে নিল চরম পরিণতি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি একটি লাইভ ভিডিও করেন ফেসবুকে। মুহূর্তের মধ্যে তা হয়ে যায় ভাইরাল। এই ভিডিওতে নিজের প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেন।

ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল এই পরিবার।তরুণী আরও জানায়, প্রেমিকের থেকে ধোঁকা খাওয়ার পর থানাতেও গিয়েছিল সে। কিন্তু সেখানেও গিয়েও কোনও সুরাহা হয়নি। পুলিশের তরফ থেকে কোনও সাহায্য মেলেনি। এরপর ওই তরুণী নিজের পিসির ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৷

তাই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জৌনপুরের সিঙ্গরামাউ থানার হরপালগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে৷ সন্ধ্যাবেলায় অজ্ঞাতপরিচয় এক যুবতীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। জানা গিয়েছে, এর আগে বা়ড়িতে মেয়েটির নিজের পিসতুতো ভাইয়ের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের কথা জানাজানি হতেই প্রচণ্ড উত্তেজনা ছড়ায়। মেয়েটি মারা যাওয়ার দশদিন আগে নিজের পিসতুতো ভাইয়ের জঘন্য ব্যবহারের পুরো বিবরণ ভিডিও রেকর্ড করে যায়। যুবতী বলেন, সে এবং তাঁর প্রেমিক নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে তিন মাস একসঙ্গে স্বামী-স্ত্রী-র মতো বাসও করেছিল। এরপর একদিন হঠাৎই তাঁর প্রেমিক পালিয়ে যায়। মেয়েটি বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাঁকে বিয়ে করার জন্য জোর করতে থাকে।

এতে তাঁর সেই তুতো ভাই ও প্রেমিক তাঁকে মিলিতভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বাড়ি ফিরে আসার পর মেয়েটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু সেখানেও বিচার না পেয়ে মেয়েটি তাঁর প্রেমিক ও তাঁর পরিবারের অত্যাচারের বিবরণ দিয়ে ভিডিও তৈরি করে। যা পরে ভাইরাল হয়। অবশেষে মেয়েটি আত্মহত্যার চরম পথ বেছে নেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?