আবারও আক্রান্ত সংবাদ মাধ্যম, প্রতিবাদে গর্জে উঠলো ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি

স্টাফ রিপোর্টার, আগরতলা/ উদয়পুর, ৭ নভেম্বর।। রাজ্যের ইতিহাসে নজীর বিহীন ঘটনা। উদয়পুরের রাজারবাগ স্ট্যান্ডে একটি প্রভাতি সংবাদ পত্রের বান্ডিল গাড়ি থেকে নামিয়ে ছুড়ে ফেলে দিল সমাজদ্রোহীরা। প্রতিবাদে গর্জে উঠলো ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি।

আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে লড়াই করছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রার্থীরা। নির্বাচনী প্রতিশ্রুতিতে সর্বদা সংবাদ মাধ্যমের স্বার্থে কাজ করার আশ্বাস দিয়েছে FDPMC। নিজেদের প্রতিস্রুতি পূরণে সর্বদা সচেষ্ট ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি। শনিবারই তার প্রমান পাওয়া জায়।

এইদিন উদয়পুরের রাজারবাগ স্ট্যান্ডে একটি প্রভাতি দৈনিক সংবাদ পত্রের বান্ডিল গাড়ি থেকে নামিয়ে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটনার সাথে সাথে নড়ে চড়ে বসে FDPMC। FDPMC-র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কালবিলম্ব না করে এই ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে ছুটে যায় রাজ্য পুলিসের সদর দপ্তরে। রাজ্য পুলিসের ভারপ্রাপ্ত মহানির্দেশকের অনুপস্থিতিতে ডেপুটেশান প্রদান করা হয় রাজ্য পুলিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত মহানির্দেশক সৌমিত্র ধরের নিকট। দাবি জানানো হয় শনিবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের।

FDPMC-র প্রতিনিধি দলে ছিলেন FDPMC-র কনভেনার সেবক ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে FDPMC সমর্থিত সভাপতি পদের প্রার্থী জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক পদের প্রার্থী প্রনব সরকার, FDPMC-র সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা। রাজ্য পুলিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত মহানির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান শেষে আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে FDPMC-র সম্পাদক পদের প্রার্থী প্রনব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়পুরের ঘত্তনার তিব্র নিন্দা জানান।

তিনি আরও জানান এই ঘটনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিসের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা হয়েছে। শনিবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সহসাই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ফোরামের নেতৃত্ব সহ সদস্যরা রাস্তায় নেমে আন্দোলন করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না।

পরবর্তী সময়  আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে FDPMC সমর্থিত সভাপতি পদের প্রার্থী জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক পদের প্রার্থী প্রনব সরকার ছুটে যান উদয়পুর ঘটনাস্থলে। সেখানে গিয়ে কথা বলেন রাজারবাগ স্ট্যান্ডের কার্যকর্তাদের সাথে। ঘটনার বিষয়ে অবগত হন। পরে তারা উদয়পুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ও গোমতী জেলার জেলা পুলিশ সুপার লাকি চৌহানের সাথে দেখা করেন। এবং অভিযুক্তদের শনিবারের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?