কৃষি ক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, ভবিষ্যত উজ্জ্বল, তাই ইজরায়েল ওই সাফল্যের অংশীদার হতে চাইছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ নভেম্বর৷৷কৃষি ক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাতে স্পষ্ট, কৃষিক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যত উজ্জ্বল৷ তাই ইজরায়েল ওই সাফল্যের অংশীদার হতে চাইছে৷ ত্রিপুরা সফরে এসে বৃহস্পতিবার আগরতলায় দ্বার্থহীন ভাষায় এ-কথা জানালেন নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মালকা৷ তাঁর কথায়, ভারত ও ইজরায়েল একত্রিত হয়ে এ-দেশে প্রচুর প্রকল্প চালাচ্ছে৷ সফলতার সাথে ওই প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে৷ তাই ভারতে এখন পর্যন্ত ইজরায়েল ২৯টি সেন্টার অব এক্সিলেন্স খুলেছে৷ ত্রিপুরাতেও খুব শীঘ্রই সেন্টার অব এক্সসিলেন্স খোলা হবে, আশ্বাস দেন তিনি৷ড় রন মালকা জানিয়েছেন, ভারতের সাথে কাজ করার জন্য ইজরায়েল খুবই আগ্রহী৷

কারণ, উন্নয়নশীল দেশের তালিকায় ভারত শীর্ষস্থানে রয়েছে৷ তাঁর কথায়, প্রযুক্তি এবং অভিজ্ঞতার আদান-প্রদানে এ-দেশে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়টি সুনিশ্চিত করা হবে৷ তিনি বলেন, কৃষি যে-কোনও দেশের অর্থনীতির মেরুদণ্ড৷ ফলে কৃষিক্ষেত্রে সর্বাধিক জোর দিতেই হবে৷ এদিন তিনি দৃঢ়তার সাথে বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ইজরায়েলের উপস্থিতির হার বৃদ্ধির সমস্ত প্রয়াস নেওয়া হবে৷ তাতে এই অঞ্চল আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ তিনি জানান, ভারতে ২৯টি সেন্টার অব এক্সিলেন্স স্থাপন করেছে ইজরায়েল৷ সাফল্যের সাথে ওই কেন্দ্রগুলি কাজ করে চলেছে৷ তাঁর দাবি, ১৪৭ হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছে ইজরায়েল৷ তাতে তাঁদের কৃষিকাজে পদ্ধতিগত প্রাইবার্টন আনা সম্ভব হয়েছে৷ ড় মালকা আশ্বাস দেন, ত্রিপুরায় একটি সেন্টার অব এক্সিলেন্স চালু করবে ইজরায়েল৷ কারণ, এই রাজ্যে সমৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

তাই কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং অভিজ্ঞতা ত্রিপুরার সাথে ভাগ করে নেওয়া হবে৷ কারণ, ত্রিপুরার সাফল্যের সাথে ইজরায়েল অংশীদার হতে চাইছে, বলেন তিনি৷এদিকে, কৃষকদের আয় বৃদ্ধি এবং সেন্টার অব এক্সিলেন্স স্থাপনে ত্রিপুরাকে সহযোগিতা করবে ইজরায়েল৷ ত্রিপুরা সফরে এসে নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মালকা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-বিষয়ে আলোচনা করেছেন৷ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী দাবি করেন, ইজরায়েলের পৃথিবী বিখ্যাত প্রযুক্তি ত্রিপুরাকে কৃষি ক্ষেত্রে স্বয়ম্ভর করে তুলতে সহায়ক হবে৷ত্রিপুরায় এসে ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মলকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ মূলত, কৃষি বিষয়ক আলোচনা করেছেন তিনি৷ কারণ, বিশ্বে কৃষিক্ষেত্রে ইজরায়েলের যথেষ্ট সুনাম রয়েছে৷ ত্রিপুরাও চাইছে কৃষি ক্ষেত্রে রাজ্য স্বয়ম্ভর হয়ে উঠুক৷

ফলে, ইজরায়েলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷মুখ্যমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বপ্ণ বাস্তবায়নে ইজরায়েলের সাথে চুক্তি নিয়ে ড় রন মলকার সাথে আলোচনা হয়েছে৷ ইজরায়েল উদ্যানতত্ত্ব, জল ব্যবস্থাপনা, কৃষি, দুযর্োগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরার সাথে অংশীদারিত্ব করবে৷ ত্রিপুরাকে বদলাতে ওই পদক্ষেপ যুগান্তকারী হিসেবে প্রমাণিত হবে, আশা প্রকাশ করে বলেন তিনি৷প্রসঙ্গত, ত্রিপুরা সফরে সস্ত্রীক এসেছেন নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মলকা৷ আজ বৃহস্পতিবার তিনি আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ এবং ত্রিপুরা স্টেট মিজিয়াম ঘুরে দেখেছেন৷ ত্রিপুরা সফরে আসার আগে তিনি অসম এবং মেঘালয় সফর করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?