স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ নভেম্বর৷৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে৷বৃহস্পতিবার ডিসিএম আসিস বিশ্বাসের নেতৃত্বে এনফর্সমেন্ট বাহিনী দূর্গা চৌমুহনী বাজারে অভিযান চালায়৷
বাজারের বিভিন্ন সবজি দোকানে গিয়ে তারা বিভিন্ন জিনিসপত্রের দাম সম্পর্কে খোঁজখবর নেন৷ জানা গেছে সবজির দাম মাত্রাতিরিক্ত৷ আলু পেঁয়াজের দাম আকাশছোঁয়া৷অতিরিক্ত দাম নেওয়ার দায়ে দূর্গা চৌমুহনী বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে৷বাজারে নিয়মমাফিক এ ধরনের অভিযান চালানো হবে৷সহ বিভিন্ন জিনিসপত্র মূল্য বৃদ্ধি পেয়েছে৷
তাতে সাধারণ মানুষ সংকটে পড়েছেন৷ ব্যবসায়ীরা যাতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নিতে না পারেন সে বিষয়ে তদারকি করতেই এনফর্সমেন্ট বাহিনীকে বাজারগুলিতে পাঠানো হচ্ছে৷সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বাজর কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে৷ আগামী দিনগুলিতে ধরনের অভিযান অব্যাহত থাকবে৷