স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ নভেম্বর৷৷ চাঁদার নোটিশ দেওয়ার অভিযোগে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র তিন সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আদালত ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে৷ সম্প্রতি ত্রিপুরায় জঙ্গিদের চাঁদার নোটিশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷
এ-বিষয়ে গোমতি জেলার বীরগঞ্জ থানার ওসি সুব্রত বর্মন জানিয়েছেন, গত ২২ অক্টোবর স্থানীয় বাজার সম্পাদককে এনএলএফটি জঙ্গিরা চাঁদার নোটিশ পাঠিয়েছিল৷ তিনি এ-বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন৷ সুব্রতবাবু সাথে যোগ করেন, একইভাবে অমরপুর মহকুমায় চেলাগাং, মাগুরা এবং ডলুমা গ্রামে চাঁদার নোটিশ পাঠানো হয়েছে৷ তাই, চাঁদার নোটিশ পাওয়ার অভিযোগের ভিত্তিতে বীরগঞ্জ থানা থেকে ১৫ কিমি দূরত্বে অবস্থিত লাকড়ি দোকান এলাকায় অভিযান চালিয়ে অমৃত জমাতিয়াকে নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে৷
বীরগঞ্জ থানার ওসি-র কথায়, অমৃতের কাছ থেকে চাঁদার নোটিশ পাঠাতে এবং জঙ্গিদের সাথে যোগাযোগ রাখতে ব্যবহৃত মোবাইল উদ্ধার হয়েছে৷ সুব্রতবাবু বলেন, ধৃত জঙ্গি সহযোগী অমৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দুজনের হদিশ পেয়েছে৷ তারাও অমৃতকে চাঁদার নোটিশ পাঠাতে সাহায্য করেছে৷ তিনি বলেন, নিতাইহরি জমাতিয়া এবং মঙ্গল কিশোর জমাতিয়াকে ডালাক গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে ওই তিনজনকেই আদালতে সোপর্দ করেছে পুলিশ, বলেন তিনি৷