স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৫ নভেম্বর৷৷ নিম্নমানের কাজের প্রতিবাদে গন্ডাছড়া পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করল রাইমাভ্যালি ব্লক কংগ্রেস৷ বৃহস্পতিবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে গন্ডাছড়া মহকুমা এলাকার বিভিন্ন রোডে রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে এবং এতে করে লক্ষ লক্ষ টাকা আত্মসাথ করা হচ্ছে এই অভিযোগে পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে৷
কংগ্রেস নেতৃত্বের দাবি লক্ষ লক্ষ টাকা ঘোটালার সাথে জড়িত দপ্তরের এসডিও এবং ইঞ্জিনিয়ারকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে৷ কংগ্রেসের ঘেরাও কর্মসূচির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে ঘেরাও মুক্ত করার চেষ্টা করে৷
কিন্তু আন্দোলনকারিরা কোন অবস্থাতেই মানতে নারাজ৷ তারা উল্টো অফিসের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ এদিনের ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি বকুল বিকাশ চাকমা এবং ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার৷