অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়, দাবি পুলিশ সুপার এর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ নভেম্বর৷৷পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে যে অভিযোগ আনা হয়ে তা সঠিক নয়৷আগরতলা শহর পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধপ্রবণতা রাস পড়ার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে৷ তাতে ইতিমধ্যেই সাফল্য মিলেছে বলেও তিনি দাবি করেছেন৷

বিগত বেশ কয়েক মাসের তথ্য তুলে ধরে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা অনেক অনেকটা রাস পেয়েছে৷অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না হলেও অপরাধপ্রবণতা যাতে কমানো যায় সেজন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷সোশ্যাল মিডিয়ার সংবাদে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার৷ জেলা পুলিশ সুপার আরও বলেন পুলিশ জনগণের কল্যাণে কাজ করতে সব সময় বদ্ধপরিকর৷

জনগনের সেবায় নিয়োজিত থাকায় পুলিশের কাজ৷তবে তিনি একথা স্বীকার করেন শুধুমাত্র পুলিশের একার চেষ্টায় অপরাধপ্রবণতা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়৷পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা হ্রাস পাওয়ার পেছনে সাধারণ জনগণের ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেন৷রাজধানী আগরতলা শহর সর্বত্র অপরাধপ্রবণতা রাজপথে সাধারণ জনগণের কাছ থেকে জেলা পুলিশ সুপার সার্বিক সহযোগিতার আহ্বান করেছেন৷উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সহ পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় প্রবণতা বৃদ্ধি পাওয়া সংক্রান্তঃ সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর পুলিশ সুপার নড়েচড়ে বসেছেন৷

গত কিছুদিন ধরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে৷শহর এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে৷এইসব সিসি ক্যামেরার ফুটেজ নিয়মিত নজরদারি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ তাতে সাফল্য মিলবে বলে দাবি করা হয়েছে৷পশ্চিম জেলার পুলিশ সুপার মানিকবাবু অপরাধ প্রবণতা রয়েছে বলে দাবি করলেও আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রায় প্রতিরাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের ঘটনা ঘটতে থাকায় সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত৷ শহর ও শহরতলীর এলাকার মানুষজন অপরাধপ্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?